রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ নভেম্বর ২০২৪:
বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স রাঙ্কিং ২০২৫’ এ, ২০১-২৫০তম বিশ্ববিদ্যালয়ের স্লটে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্থান করে নিয়েছে। প্রথমবারের মতো এই রাঙ্কিং যৌথভাবে টাইমস হায়ার এডুকেশন ও স্মিট সায়েন্স ফেলোস ২১ নভেম্বর ২০২৪ তারিখে এই রাঙ্কিং প্রকাশ করে যেখানে বিশ্বের মোট ৯২টি দেশের ৭৪৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করা হয়েছে। এতে রাবি বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর