রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ জানুয়ারি ২০২৩:
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিক আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তিনি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। উপ-উপাচার্য সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক বিষয়ে অবহিত করেন। এছাড়াও তাঁরা প্রসঙ্কক্রমে পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন।

এই সাক্ষাতকালে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি রাবি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সন্ধ্যায় সংগীত বিভাগ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রসঙ্গত, সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পুত্র।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর