রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্কুলের শিক্ষক ড. মো. ফজলুল হক ও স্কুলের অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে উপাচার্য স্কুলের কৃতী শিক্ষার্থীদের ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারে ভূষিত করেন। এছাড়া উপ-উপাচার্যবৃন্দও কয়েকটি ইভেন্টের পুরস্কার প্রদান করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর