রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন, ১৯৭৩ এর ২৩(১)(এইচ) ও ২৩(৩) ধারা অনুযায়ী সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. রেজাউল করিম-২ ও আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর