রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ অক্টোবর ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের মরহুম শিক্ষার্থী মো. মোজাহিদ হাসান জনির জীবন বীমা বাবদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ছাত্র-উপদেষ্টা দপ্তরে মরহুম শিক্ষার্থীর পিতা মো. সাইফুল ইসলামকে বীমা দাবীর চেকটি প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইন ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোজাহিদ হাসান জনি ৫ জুলাই ২০২৩ তারিখে ম্যালেরিয়া ও জন্ডিস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর