রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ ফেব্রুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপ আয়োজিত বার্ষিক ক্যাম্প দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৩০ জানুয়ারি বিকেলে শুরু হয়ে আজ রবিবার সকালে এর সমাপ্ত হয়। এর আগে শনিবার সন্ধ্যায় রোভার ডেনের সামনের চত্বরে অনুষ্ঠিত হয় মহা-তাঁবু জলসা। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। রাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যতম রোভার স্কাউট লিডার (আরএসএল) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে দায়িত্বরত আরএসএলবৃন্দসহ সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. নিজাম উদ্দীন, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রফেসর মো. এনামুল হক (মনোবিজ্ঞান বিভাগ), প্রফেসর মো. আব্দুল আলিম (এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ), প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ), প্রফেসর মো. কামরুল আহসান (প্রাণিবিদ্যা বিভাগ), প্রফেসর সাবিনা সুলতানা (প্রাধ্যক্ষ, রোকেয়া হল)সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পের ইনচার্জ ছিলেন অরূপ বৈষ্ণ ও ক্যাম্প সচিব ছিলেন মো. সাইফুদ্দিন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর