রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জুলাই ২০২৪:
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত দুই মাসব্যাপী কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪ এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। রাবির নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেন, বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্র্যাকের এ আই এন্টারপ্রাইজের এ জি এম সেল্স ডা. মো. শওকত আলী।
উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি বিশেষ ভূমিকা রেখেছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা উন্নত জাতের গরু পাচ্ছি। এজন্য কৃত্রিম প্রজননের প্রয়োজন আছে। যেখানে আমাদের আমিষের চাহিদা মেটাতে ৭৫% মাংসের প্রয়োজন, সেখানে আমরা ৮২% মাংস উৎপাদন করছি। প্রজনন ব্যায়টা যেনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে আমাদের নজর দিতে হবে। আমরা চাই প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ তৈরি করতে, যারা প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।
অনুষ্ঠানে উপাচার্য কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র ও প্রাক্টিস কিট প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান খানসহ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক প্রণব কুমার পান্ডে, পিএইচডি
প্রশাসক, জনসংযোগ দপ্তর