রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরে আজ মঙ্গলবার এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ৩টায় জাদুঘরে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণের মডারেটর প্রফেসর শাহনাজ হুসনে জাহান এই প্রশিক্ষণ সম্পর্কে ধারণামূলক বক্তব্য রাখেন। এছাড়া ব্রিটিশ কাউন্সিল এন্ড ইটস কালচারাল প্রটেকশন ফান্ড বিষয়ে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের বিকল্প পরিচালক স্টিফেন ফর্বস ও ব্রিটিশ কাউন্সিল কালচারাল প্রটেকশন ফান্ডের সিনিয়র গ্র্যান্টস ম্যানেজার ডেনিয়েল হেড এই প্রকল্প সম্পর্কে পরিচিতিমূলক বক্তৃতা দেন।

সেখানে অন্যদের মধ্যে প্রশিক্ষণের অন্যতম অংশীদার ডারহাম বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার প্রফেসর রবীন কনিংহাম ও ড. এমিলি উইলিয়ামসও বক্তব্য রাখেন। ডারহাম বিশ্ববিদ্যালয়ের ড. মার্ক ম্যানুয়েল এই প্রকল্প সম্পর্কে ধারণা দেন।

ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের সহায়তায় যুক্তরাজ্যের কালচার, মিডিয়া এন্ড স্পোর্ট ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর