রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর ২০২৪:
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট এর ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্লানিগান আজ বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর নূরুল মোমেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর