রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ড. মো. আখতার হোসেন মজুমদার আজ শুক্রবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি সমাজকর্ম বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ ও ১৯৯৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মজুমদার ২০০৫ সালে রাবি সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০২২ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি আবাসিক শিক্ষক ও রোভার স্কাউটসের লিডারসহ অন্যান্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি বেশ কয়েকটি দেশ সফর করেছেন। তাঁর আগ্রহ ও গবেষণার অন্যতম ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন।
তিনি এক কন্যা ও এক পুত্রের জনক।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর