রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদের কৃতি শিক্ষার্থীদের ২০২২ সালের ‘ডীনস অ্যাওয়ার্ড’ আজ রবিবার প্রদান করা হয়। অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা এই পুরস্কার অর্জন করে।
এই উপলক্ষে এদিন বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব উপস্থিত ছিলেন।
কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমীন।
এবার ডীনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন মো. হাইরুল ইসলাম ও মোছা. শান্তা খাতুন (দর্শন বিভাগ), খালিদ হাচান (ইতিহাস বিভাগ), সাকিব আহমেদ (ইংরেজি বিভাগ), মো. মাজহারুল ইসলাম (বাংলা বিভাগ), জোহরা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আবু তৈয়ব (আরবী বিভাগ), যোবায়ের আলম (ইসলামিক স্টাডিজ বিভাগ), অভিনব সরকার কাব্য (সংগীত বিভাগ), ফাহিমা খাতুন (নাট্যকলা বিভাগ), লিমা খাতুন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), মোসা. সোনিয়া খাতুন (সংস্কৃত বিভাগ) এবং রেজাউল করিম (উর্দু বিভাগ)। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক ক্রেস্ট, সনদপত্র ও সম্মানীর চেক প্রদান করা হয়।
উপাচার্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তারা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে যথাযথ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যাক্তিগত অর্জন নয়। তার পিছনে বহুজনের অবদান থাকে। আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারো অবদান ভুলে না যাই। পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো অনুভব করা না হয়, তাহলে এই পুরস্কার বৃথা। শিক্ষা মানুষের মেধাকে শানিত করে, মেধাকে কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত করে। কৃতি এই শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, মেধার স্বীকৃতি অন্যদেরকে মেধার প্রকাশে অনুপ্রাণিত করে। কলা অনুষদ কর্তৃপক্ষ অনুষদের কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করার কাজটি করেছে। আজকের এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনে তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা উত্তরোত্তর সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞানকে জাতির সামগ্রিক উন্নয়নে নিবেদিত করতেও তিনি কৃতী শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।
নাট্যকলা বিভাগের সভাপতি প্রফেসর মীর মেহবুব আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর