রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ ডিসেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের আমন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিদায়ী কমিশনার আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপাচার্য দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান। উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কমিশনার তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্য উপাচার্য ও সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
উপাচার্য কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক উপহার দেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, সহকারী প্রক্টরবৃন্দসহ আরএমপির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর