রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০ ডিসেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে ইউএনডিপির ফিউচার নেশনের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায়ের নেতৃত্বে প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ফিউচার নেশন প্রোগ্রামের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে ইউএনডিপির ফিউচার নেশনের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায়ের নেতৃত্বে প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ফিউচার নেশন প্রোগ্রামের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ইউএনডিপির ফিউচার নেশন ট্রেনিং প্রোগ্রাম কোঅর্ডিনের এসিসটেন্ট আবীর হোসাইন ও রাজশাহী অঞ্চলের ফেসিলেটর সৌমিত্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফিউচার নেশন প্রোগ্রাম স্কিল ডেভেলপমেন্ট এর জন্য দুই ধরনের স্কলারশীপ প্রদান করছে। ব্রিটিশ কাউন্সিল এবং কোর্সসেরা তত্ত্বাবধানে বিজনেস এন্ড স্যোশাল ইংলিশ কোর্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজির জন্য ১০টি কোর্স (ডাটা সায়েন্টিস্ট, আইওটি ইঞ্জিনিয়ার, এআই/এমএল ইঞ্জিনিয়ার, এমএল ডেভেলপার, রোবটিক্স ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সফ্টওয়ার ইঞ্জিনিয়ার, বিজনেস ইনটেলিজেন্স অ্যানালিস্ট ও প্রোডাক্ট অ্যানালিস্ট) প্রদান করা হচ্ছে। এছাড়াও ফিউচার নেশন সারাদেশে উদ্যোক্তা তৈরির জন্য সহযোগিতা ও কাজ করছে।
রাবি ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সাথে সমন্বয় করে কার্যক্রম চালানোর বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর