রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের আহ্বানে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ আজ মঙ্গলবার পৃথকভাবে তাঁর সাথে আলোচনায় মিলিত হন। এ সময় তাঁরা সোমবার বিকেলে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যের খেলায় অপ্রীতিকর ঘটনা সম্পর্কে আলোচনা করেন। এসময় উপাচার্য ঘটনার বিস্তৃতিরোধে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দের সচেতন থাকাসহ প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানালে তাঁরা সে বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন।

আলোচনাকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার বিকেলের সেই ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতির অবনতিরোধে প্রশাসনের গৃহীত পদক্ষেপে আজ মঙ্গলবার ক্যাম্পাসে সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশ বিরাজ করে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে আজকের আলোচনার ফলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর