রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৪:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেকানিক্যাল এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও Australian Institute for Bioengineering and Nanotechnology এর সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন মতবিনিময় করেন। আজ সোমবার সকাল ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায়  Superconducting & Nano-Materials এর উপর গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সেখানে ড. শাহরিয়ার হোসেন তার গবেষণা দলের সাম্প্রতিক গবেষণা সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এরপর রাবির   Superconducting & Nano-Materials সংক্রান্ত রিসার্চ গ্রুপসমূহের সাথে ড. শাহরিয়ার হোসেনের রিসার্চ গ্রুপের যৌথ গবেষণার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ড. শাহরিয়ার হোসেন রাবিতে একটি  Center of Excellence স্থাপনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময়ে অন্যদের মধ্যে প্রফেসর মো. মাহবুবর রহমান (রসায়ন বিভাগ), প্রফেসর সামিউল ইসলাম সরকার (পদার্থবিজ্ঞান বিভাগ), প্রফেসর মির্জা হুমায়ূন কবির রুবেল (ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ), জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং অফিস অব দ্য ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ অংশ নেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর