রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। এসময় তিনি হলের ডাইনিং ও পাঠকক্ষের অবস্থাসহ আবাসিক কক্ষগুলো পরিদর্শন করেন। তিনি হলের শিক্ষার্থীদের বসবাস এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও নির্দেশনা প্রদান করেন। এসময় হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. জামিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর