রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫ম সম্মিলন আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ১১টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনের চত্বরে দুই দিনব্যাপী এই সম্মিলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় সেখানে উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর এম মুনজুরুল হকসহ বিভাগের শিক্ষক ও সম্মিলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সম্মিলনে অংশগ্রহণকারীগণ এক বর্ণাঢ্য র্যালিসহ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে যান। সেখানে অনুষ্ঠিত হয় সম্মিলনের বক্তৃতা পর্ব। এই আয়োজনে আরো ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর