রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ নভেম্বর ২০২৪:
গত ১৮ নভেম্বর তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এ আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলা শেষে খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনা ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তা টুর্নামেন্টে অংশগ্রহণের বিধানাবলীরও সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় রাবির শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ নভেম্বর রাবি প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর