রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর মো. আবু রেজাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক ইতোমধ্যে তাঁর দায়িত্বে যোগ দিয়েছেন।

প্রফেসর মো. আবু রেজা রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ থেকে ১৯৮৯ ও ১৯৯০ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সেখানে পোস্ট ডক্টরাল ফেলোও ছিলেন। ১৯৯৮ সালে তিনি প্রভাষক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন।

তাঁর ২টি গ্রন্থ-অধ্যায় ও ৯১টি প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর ৩টি ইউএস প্যাটেন্ট এপ্লিকেশন আছে। তিনি বাংলাদেশ ও বিদেশে উল্লেখযোগ্যসংখ্যক বৈজ্ঞানিক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ৩টি পিএইচডি ও ৩টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং আরো কয়েকটি এমফিল ও পিএইচডি গবেষণা কাজ চলমান রয়েছে।

তিনি পরিচালকের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর