রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বর ২০২৪:
শিক্ষা, গবেষণা ও প্রকল্প ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে হেইফার ইন্টারন্যাশনাল এক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। রাবি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘Participatory action research to improve village chicken production in Bangladesh based on sustainable Newcastle Disease (ND) control’ শীর্ষক প্রকল্পকে ভিত্তি করে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আজ মঙ্গলবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
স্বাক্ষরিত সমঝোতাপত্রের মেয়াদ চার বছর যা পরবর্তীতে বাড়ানো যাবে। একই সমঝোতাপত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডেভলপমেন্ট পলিসি সেন্টারের পরিচালক প্রফেসর স্টিফেন হাওয়েস এবং অস্ট্রেলিয়ার কায়িমা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারজিকা জেলোনস্কি ফ্র্যাটজেন অনলাইনে স্বাক্ষর করবেন বলে জানান প্রকল্প পরিচালক ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশি আহমেদ। এই সমঝোতাপত্রের আওতায় গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের পাশাপাশি উল্লেখিত প্রকল্পের যুগ্ম পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট পলিসি এডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে।
সমঝোতাপত্র স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মোইজুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর সাবরিনা নাজ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর