রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ ফেব্রুয়ারি ২০২৫:
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাথে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যারেন ও’ব্রায়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা সম্মেলন ও সেমিনার আয়োজন, বৈচিত্রময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম, গবেষণার জন্য যৌথ অর্থায়নের সুযোগ অনুসন্ধান ইত্যাদি করা হবে। প্রাথমিকভাবে এই স্মারকের মেয়াদ হবে তিন বছর যা পরবর্তীতে পারস্পরিক সম্মতিরভিত্তিতে নবায়ণযোগ্য।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমানসহ উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে রাবি এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদী একাডেমিক ও গবেষণা উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো। পাশাপাশি, বরেন্দ্র গবেষণা জাদুঘরসহ রাজশাহী অঞ্চলের সকল জাদুঘরের সামগ্রিক সংরক্ষণ ও উপস্থাপনা এবং স্থানীয় জনসম্প্রদায়ের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের রাজশাহী বিভাগের মূর্ত ও বিমূর্ত ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর