রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ নভেম্বর ২০২৪:
শিক্ষা, গবেষণা ও প্রকল্প ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ভার্চুয়াল সভা আজ বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও জেমস কুক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্কট বউমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের বিষয়ে মতবিনিময় করেন। তাঁরা যৌথ ডিগ্রি প্রোগ্রাম ও গবেষণা, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, গবেষণা যৌথ তত্ত্বাবধান ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হন।
এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেমস কুক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল শ্যানন হেলবোর্ন, ডিরেক্টর অফ গ্লোবাল এডাম ল্যাম এবং রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার ও অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আতিকুল ইসলাম ।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর