রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ ডিসেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) এক  সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার পূর্বাহ্নে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও আইআইআইটি’র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন। এই সমঝোতার আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও গবেষক বিনিময়, শিক্ষকদের প্রশিক্ষণ, প্রকাশনা, কারিকুলাম উন্নয়ন, সেমিনার-সিম্পোজিয়াম ও সম্মেলন অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে ।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের সাথে বিআইআইটি’র মতবিনিময়
পরে ডিন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বিআইআইটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিআইআইটি মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ নিজ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং চলমান কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর