রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর ২০২৪:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। আজ বুধবার উপাচার্য দপ্তরে বার্ষিক প্রতিবেদনের প্রকাশক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ উপাচার্য প্রফেসর সালেহ্  হাসান নকীবের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন। বার্ষিক প্রতিবেদন গ্রহণ করে এটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে উপাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান (অর্থনীতি বিভাগ), প্রফেসর মু. খলিলুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
এই বার্ষিক প্রতিবেদনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক তথ্য-উপাত্ত স্থান পেয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছে।
বার্ষিক প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর