রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ অক্টোবর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান আজ সোমবার বিকেলে দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দেন। যোগদানকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলামসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।
পরে তিনি উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) সহ শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে দোয়া করেন।
প্রফেসর মো. মতিয়ার রহমান ১৯৫৪ সালে নাটোরের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদালয় থেকে গণিত বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৮৪ সালে তিনি ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি ফাইন্যান্স বিভাগের সভাপতি ও পরিবহন প্রশাসকসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি অবসর গ্রহণ করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর