রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ অক্টোবর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন আজ সোমবার বিকেলে দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দেন। যোগদানকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলামসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।
পরে তিনি উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) ও কোষাধ্যক্ষসহ শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে দোয়া করেন।
প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ১৯৬৮ সালে ফেনী জেলার দাগনভূঁইয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে এমকম ডিগ্রি লাভ করেন এবং রাবি থেকে ২০০২ সালে এমফিল ও ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তিনি রাবি আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান (বর্তমান হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা) বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১০ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর