রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার বিকেলে দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রারের দায়িত্বে নিযুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে তাঁদের কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন।

পরে তিনি শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে দোয়া করেন।

ড. শেখ সা’দ আহমেদ
অতিরিক্ত রেজিস্ট্রার