রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৮ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান আজ রবিবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি মার্কেটিং বিভাগের শিক্ষক। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্বে যোগদানের পর হিসাব পরিচালক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং থেকে ১৯৮৪ ও ১৯৮৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের অন্যতম কৃতী শিক্ষার্থী।

প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ১৯৯০ সালে রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি বিভাগের সভাপতি ও দুটি হলের আবাসিক শিক্ষক এবং আইসিএমএবি, রাজশাহী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর