রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ ডিসেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০-২১ ডিসেম্বর Revisiting the Canon: Reading British and American Literatures from Contemporary Perspectives (রিভিজিটিং দ্যা ক্যানন: রিডিং ব্রিটিশ অ্যান্ড আমেরিকান লিটারেচার ফ্রম কনটেম্পোরারি পারস্পেকটিভস) শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। দেশ-বিদেশের দুই শতাধিক একাডেমিক, গবেষক এবং লেখক এতে অংশগ্রহণ করেন।
রাবি ইংরেজি বিভাগ ও অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার্স ইন ইংলিশ, বাংলাদেশ ( ATLEB ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ এর পরিচালক প্রফেসর মাসউদ আখতার, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মোমিনুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর তাহমিনা আহমেদ।
এই সম্মেলনে ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যিক ঐতিহ্যের বিভিন্ন দিক এবং এ সাহিত্যিক ঐতিহ্যের সমসাময়িক প্রাসঙ্গিকতা ও বর্তমান সময় ও পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ পঠন পদ্ধতি নিয়ে পাঁচটি Keynote কীনোট প্রবন্ধ, দুটো Plenary (প্লেনারি) সেশন এবং ৭০টির অধিক প্রবন্ধ উপস্থাপিত হয়।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর