রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন। গঠিত কমিটি আজই প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়ে কর্মপন্থা নির্ধারণ করেছে। সে অনুসারে আগামীকাল ১৭ নভেম্বর রবিবার থেকে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা শুরু হবে।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর