রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে সোমবার বিকেলে অনুষ্ঠিত আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত অনভিপ্রেত ঘটনার বিষয়টি সুষ্ঠুভাবে খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে সভাপতি ও প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানকে সদস্য-সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন প্রফেসর এম খলিলুর রহমান খান (পদার্থবিজ্ঞান বিভাগ), প্রফেসর মুহাম্মাদ শরিফুল ইসলাম (প্রাধ্যক্ষ, শেরে বাংলা ফজলুল হক হল), প্রফেসর আবু রেজা (জেনেটিক ইঞ্জিনিয়ারং এন্ড বায়োটেকনোলজি বিভাগ), ডা. মাফরূহা সিদ্দিকা লিপি (ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক) ও প্রফেসর মোহা. রফিকুল ইসলাম (সহকারী প্রক্টর)।
কমিটিকে যথাসম্ভব দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর