রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৪:
সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে একটি দৈনিক পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিকে মারধর এবং দায়িত্ব পালনে বাধা প্রদানের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলামকে সভাপতি ও ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলামকে সদস্য-সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন প্রফেসর মুন্সী ইসরাইল হোসেন (সমাজবিজ্ঞান বিভাগ), প্রফেসর মো. আরিফুল ইসলাম (প্রাধ্যক্ষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল) ও প্রফেসর শাহ্ হোসাইন আহমদ মেহ্দী (প্রাণিবিদ্যা বিভাগ)।

কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর