রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ ডিসেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৭টি আবাসিক হলের বিদায়ী শিক্ষার্থীদের সমন্বিত সমাপনী আজ বুধবার অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বেলা ১১টায় শেখ কামাল স্টেডিয়াম থেকে এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই শোভাযাত্রার উদ্বোধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সমন্বিত হল সমাপনীর আহ্বায়ক ড. সৈয়দা নুসরাত জাহান, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেনসহ অন্যান্য হল প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
বিকেলে সাবাস বাংলাদেশ চত্বরে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এখানে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেন এবং হল স্মরণিকার পাঠ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সমাপনীর আহ্বায়ক ড. সৈয়দা নুসরাত জাহান ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন বক্তব্য রাখেন।
সমাপনীতে প্রায় ২ হাজার জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর