রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ জানুয়ারি ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী শিক্ষার্থীদের ‘সমন্বিত হল সমাপনী ২০২৩’ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় শেখ কামাল স্টেডিয়ামে এই সমাপনীর উদ্বোধন করেন এই আয়োজনের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
সমাপনী উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তারা শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশ-জাতির কল্যাণে নিবেদিত করবে; তারাই হবে আধুনিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি বলেও তিনি উল্লেখ করেন।
সেখানে অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে বিদায়ী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দিনব্যাপী এই সমাপনীর কর্মসূচিতে আরো ছিল ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে বিকেল ৩:৩০ মিনিটে ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিরোনামহীন এর ব্যান্ড শো।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর