রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাবির ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট এর ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্লানিগান। তিনি তাঁর বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সিসিডিসি’র পরিচালক প্রফেসর নূরুল মোমেনের সভাপতিত্বে এই সেমিনারে সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর আদিল হাসান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী ও গবেষক অংশ নেয়। সেমিনারে অন্যদের মধ্যে রাবি অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর