রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার থেকে মাইগভ ( mygov) প্লাটফর্মে এপোস্টিল ( apostille) বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন কর্মশালায় সভাপতিত্ব করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার থেকে মাইগভ ( mygov) প্লাটফর্মে এপোস্টিল ( apostille) বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন কর্মশালায় সভাপতিত্ব করেন।
এই কর্মশালায় অন্যদের মধ্যে রাবি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবিরসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির একজন করে যাচাইকারী কর্মকর্তা, সত্যায়ন কর্মকর্তা ও প্রতিসত্যায়ন কর্মকর্তা অংশ নেন। কর্মশালার দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার আরো ৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিবে বলে নির্ধারিত আছে।
প্রসঙ্গত, এখন apostille.mygov.bd পোর্টালে গিয়ে আবেদন করে বিদেশগামীদের একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের অনলাইনে সত্যায়ন করা যাচ্ছে। এই ব্যবস্থা প্রসার ও সুষ্ঠুভাবে কার্যকরের জন্য এই কর্মশালা আয়োজন করা হয়।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর