রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ জুলাই ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রোপণের জন্য বাংলাদেশ এনভায়ারোনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) বাংলা ট্র্যাক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এক হাজার গাছের চারা প্রদান করেছে। আজ সোমবার সকালে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা ট্র্যাক লিমিটেড এর চেয়ারম্যান নাজমা হক ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলা ক্যাট এর সিএমও তারেক আহমদ ও বাংলা ট্র্যাক কমিউনিকেশনের উপদেষ্টা মো. রফিকুল ইসলামও বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ সৈয়দ ইসলামইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের পশ্চিম চত্বরে কয়েকটি চারা রোপণ করেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর