রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে প্রকাশিত স্মারকপত্রের পাঠ উন্মোচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপাচার্যের অফিস কক্ষে স্মারকপত্রের পাঠ উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এবং বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, কমিটির সদস্য প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, আরবী বিভাগের প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, রাবি গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকপত্রটিতে একটি বিশেষ নিবন্ধসহ শিক্ষক দিবসে সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দের অনুভূতি এবং দিবস উপলক্ষে আয়োজিত “আমার দেখা সেরা শিক্ষক” ও “আমার শিক্ষককে আমি যেভাবে দেখতে চাই” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রচনা স্থান পেয়েছে।
প্রসঙ্গত, রাবিতে এই দিবসটি প্রথমবারের মতো এবার উদযাপিত হয়।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর