রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর ২০২২:
আজ রবিবার রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসী এসোসিয়েশনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এসময় সেখানে অন্যদের মধ্যে বিভাগের সভাপতি প্রফেসর মো. আজিজ আব্দুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর