রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে আজ বৃহস্পতিবার বায়োপলিমার ফ্রম ক্রপ বাইপ্রোডাক্ট ফর সেল কালচার এন্ড ক্লাইমেট ম্যানেজমেন্ট বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মেভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাজা গোলজার হোসেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান- উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোইজুর রহমান উপস্থিত ছিলেন। সেখানে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক শাহ মো. আব্দুর রউফ স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে অধ্যাপক খাজা হোসেন ক্যান্সার সেলের বৃদ্ধি এবং থার্মোপ্লাস্টিক কম্পোজিট তৈরিতে হুইট ব্রানের বায়োপলিমারের ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, ফিশারিজ, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি, মাইক্রোবায়োলজি, রসায়ন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস এর শিক্ষক, গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সেমিনারটি সঞ্চালনা করেন সেমিনারের আহ্বায়ক অধ্যাপক গোলবার হোসেন।
অধ্যাপক প্রণব কুমার পান্ডে, পিএইচডি
প্রশাসক, জনসংযোগ দপ্তর