রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ সেপ্টেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে আজ বঙ্গবন্ধু কর্ণার ও প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই বঙ্গবন্ধু কর্ণার ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।
বিভাগীয় সভাপতি প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক। সেখানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর