রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ অক্টোবর ২০২৪:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের একটি গবেষক দল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ (আইইওএল) সফর করেন। প্রফেসর মাশরুর শহীদ হোসেনের নেতৃত্বে বিভাগের ১৯ জন শিক্ষক-শিক্ষার্থী এই সফরে অংশ নেন। তারা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মাসউদ আখতারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পারিক সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন। পরে তারা ইনস্টিটিউটের ক্লাসরুম, ল্যাব ও গ্রন্থাগার পরিদর্শন করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর