রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ এপ্রিল ২০২৫:
অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে বেলা ১১টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. ফজলুল হক, মার্কেটিং বিভাগের প্রফেসর মো. ফরিদুল ইসলাম, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর জে এম এম সকিলউর রহমান, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলীম, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমিরুল ইসলাম ও প্রফেসর মাসুদুল হাসান খান, আরবী বিভাগের প্রফেসর মো. আতোয়ার রহমান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মোছা. ইসমত আরা, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মো. আবদুল মালেক, দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও আরবী বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার প্রমুখ গাজায় অব্যাহত হত্যা ও ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসী তথা প্যালেস্টাইনিদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে বক্তৃতা দেন। সেখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহফুজুর রহমান আখন্দ গাজা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তাগণ বলেন, দখলিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসী তথা প্যালেস্টাইনি জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশে বৈশ্বিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাবির জন্য এই সমাবেশ নৈতিক ও মানবিক দৃষ্ঠিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উচ্চশিক্ষাঙ্গণ তথা জ্ঞানকেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান সবসময় সকল অন্যায় ও নিপীড়ন তথা মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ। বিবেক ও মানবিক মূল্যবোধে তাড়িত হয়ে বিশ্ব মানবতার প্রতি দায়-দায়িত্ব থেকে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিশ্বে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা যে-কোনো প্রতিবাদে জ্ঞান তথা যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চাই। গাজায় ইসরায়েলি বর্বরতায় যে হাজার হাজার প্রাণহানি ঘটছে, সম্পদ ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়া, এই বর্বরতা রুখে দাঁড়ানো আমাদের তথা মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্যে আজ মুসলিম বিশ্বের সকলকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সেই প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমাদের জীবদ্দশাতেই আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অভ্যুদয় উদযাপন করতে পারি।
সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক পথনাট্য উপস্থাপিত হয়।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর