রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ এপ্রিল ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি আয়োজিত ‘বেসিক ট্রেনিং প্রোগ্রাম ফর স্টাফ ডেভেলপমেন্ট ইন সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. সেলিম খানও বক্তৃতা প্রদান করেন। সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রশিক্ষণের প্রথম দিনে আজ ‘প্রিন্সিপিলস্ এন্ড এ্যাপ্লিকেশন অব গ্যাস ক্রোম্যাটোগ্রাফি’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন বিসিএসআইআর রাজশাহীর প্রিন্সিপ্যাল সায়েন্টেফিক অফিসার ড. সামিনা ইয়াসমিন। প্রশিক্ষণের অন্যান্য দিনে আরো দুটি বক্তৃতা ও পাঁচটি ব্যবহারিক এবং দুটি কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এই প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগারের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীসহ বিসিএসআইআর এর ৬ জন গবেষণাগার কর্মকর্তা ও কর্মচারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও তা প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে এ ধরনের আরো প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।
প্রশিক্ষণ উদ্বোধনের পর উপাচার্য সেন্ট্রাল সায়েন্স ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল দুপুরে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করবেন।
অধ্যাপক প্রণব কুমার পান্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর