রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৫:
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসের কর্মসূচিতে আরো আছে সরকার নির্ধারিত সময়ে এক মিনিট ব্ল্যাক আউট।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর