রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ অক্টোবর ২০২৪:

দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা কোইকা’র ( KOICA) বাংলাদেশস্থ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাং হুন সুহ্ এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে তাঁরা রাবির সাথে কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক সংযোগ স্থাপনের বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলটি বাংলাদেশে বিশেষ করে রাজশাহীতে কোইকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও উপাচার্যকে অবহিত করেন। প্রতিনিধিদল রাবির সাথে কাজ করতে বিশেষ আগ্রহ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, কোইকার সহযোগিতায় রাবির ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার লাঙ্গুয়েজেজ এ কোরিয়ান ভাষা শিক্ষার কোর্স বর্তমানে চালু আছে।
প্রতিনিধিদলটি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগের বিষয়ে আগামী ডিসেম্বর মাসে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে আগ্রহ ব্যক্ত করলে উপাচার্য সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর তারিখে কোইকা’র বাংলাদেশস্থ প্রতিনিধির নেতৃত্বে এক প্রতিনিধিদল রাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা অনুষ্ঠিত হলো।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর