রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ অক্টোবর ২০২৪:
দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা কোইকা’র ( KOICA) বাংলাদেশস্থ প্রতিনিধি প্রফেসর ইম বং থেক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে প্রফেসর ইম বং থেক রাবিতে কোরিয় ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত আলোচনার জন্য কোইকার একটি প্রতিনিধিদল রাবি সফর করবে। মতবিনিময়কালে অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর