রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে অনুষ্ঠিত হয়। ‘স্কলারশিপ ফর বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী ও প্রফেসর মো. গোলবার হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র ফিউচার ন্যাশন প্রজেক্টে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীনফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় রাবিতে সিসিডিসি’র সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে লোক প্রশাসন ও সমাজকর্ম বিভাগের প্রায় ৪০০ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নেয়। ইংরেজি কোর্স এর রেজিস্ট্রেশন অনুষ্ঠানে ইউএনডিপি’র আঞ্চলিক প্রতিনিধি সৌমিত্র বিশ্বাস শিক্ষার্থীদের ইংরেজি কোর্সের ইনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করান।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর