রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২০২৫ আজ সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আহসান-উল-আলম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আবু নাসের শাহরিয়ার জাহেদী প্রতিযোগিতা উপলক্ষে ১০০টি ফুটবল উপহার দেন। উপাচার্য এসব ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভাগের সভাপতিদের হাতে তুলে দিয়ে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলা ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ ১-০ গোলে জয়ী হয়।
১৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫৮টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর