রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ভলিবল, বাস্কেটবল, এ্যাথলেটিকস, ক্রিকেট ও হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ চলছে। রবিবার থেকে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছাত্রদের ৪৫ ও ছাত্রীদের ৯টি টিম অংশ নিচ্ছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর